Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউনিয়ন পরিচিতি

কালের স্বাক্ষী বহন কারী শৈলাহদাহ নদীর তীরে ডুমরিয়া বাজারের পাশে ডুমরিয়া মাধ্যমিক উচ্চ বিদ্যালরে নিকট টুঙ্গিপাড়া উপজেলার ঐতিহ্য বাহী অঞ্চল হল ডুমরিয়া ইউনিয়ন। কাল পরিক্রামায়  ডুমরিয়া ইউনিয়ন  শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনষ্ঠান,,খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে নিজেস্ব স্বকীয়তা আজ ও সমুজ্জ্বল বজায় রেখেছে।

ক) নাম- ০৫ নং ডুমরিয়া ইনিয়ন পরিষদ।

খ) আয়তন-২৯.৮৪বর্গ কি.মি

গ) লোকসংখ্যা-২০৬৯৮(২০১১ সালের আদমশুমারী অনুয়ায়ী)

ঘ) গ্রামের সংথ্যা-২৭ টি

ঙ) মৌজার সংখ্যা-৪টি

চ) হাট/বাজার সংখ্যা-৩ টি

ছ) উপজেলা সদর থেকে যোগাগের মাধ্যম- ইজিবাইক/ভ্যান

জ) শিক্ষার হার- ৮৭%

ঝ) মোট শিক্ষা প্রতিষ্ঠান- 

সরকারী প্রথমিক বিদ্যালয়-২১ টি

নিন্ম মাধ্যমিক বিদ্যালয় -০১টি

মাধ্যমিক বিদ্যালয়-০৪ টি

কালেজ-০২ টি

মাদ্রাসা-০৩টি

ঞ) কমিউনিটি ক্লিনিক-০৩টি

ট) ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র-০২টি

ঠ) মসজিদ-৪৯টি

ড) মন্দির-৩৮টি

ঢ) ইউনিয়ন পরিষদ জনবল-

১) নির্বচিত পরিষদ সদস্য-১৩ জন (নির্বচনের তারিখ-২৬-১২-২০২১, শপথ গ্রহন-২৪-০৯-২০২২ইং, ১ম সভার তারিখ-২৭-০১-২০২২ইং, মেয়াদ উর্ত্তীন তারিখ-২৬-০১-২০২৭ইং)

২) ইউনিয়ন পরিষদ সচিব- ০১ জন

৩) হিসাব সহকারী কাম কম্পউটার অপারেটর-০১ জন

৪) উদ্যাক্ত- ০৩ জন

৫) ইউনিয়ন গ্রাম পুলিশ-১০ জন

ণ) ইউনিয়ন পরিষদ  ভবন পুঃর্নি-২০১৫ইং